মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জলঢাকায় অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জলঢাকায় অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক তোফায়েল আহম্মেদ প্রামানিকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার কলেজের শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কলেজ শাখার সভাপতি আবু সাঈদ শাকিলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি লাবলুর রশীদ, শিক্ষার্থী লেলিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, রাজিয়া সুলতানা ও হাকিনুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে