মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় তিন দিনব্যাপী বই মেলার সমাপ্তি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পূর্বধলায় তিন দিনব্যাপী বই মেলার সমাপ্তি

নেত্রকোণার পূর্বধলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বই মেলা গত বুধবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ। এর আগে গত ৩ ফেব্রম্নয়ারি 'দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্স্নোগানকে সামনে রেখে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। মেলায় ৯টি স্টল বসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে