মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃতু্যর ঘটনায় আটক ৫

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃতু্যর ঘটনায় আটক ৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সম্প্রতি ডাকাতের হামলায় বিএনপি নেতা ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে আটক করা হয়।

আটকরা হলেন- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান তাদের আটক করা হয়।

এর আগে গত ৩ ফেব্রম্নয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে