যশোরে জেলা যুবদলে এম তমাল আহমেদকে আহ্বায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার যুবদলের জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ আহ্বায়ক (আংশিক) কমিটির অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।