নেত্রকোনায় ছাত্রদলের স্মারক লিপি প্রদান
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবীতে প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনা সরকারি কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, সহ-সভাপতি তৌফিক খান মিলকী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ূল, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, এম.এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।