গাজীপুরের টংগির রুবিনা আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে ফ্ল্যাট বন্ধকের নামে ৫১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের স্থানীয় পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি পরিবার।
গাজীপুর জিএমপির টঙ্গী পূর্ব থানার হোসেন মার্কেট লেদু মোলস্না রোড এলাকার সেলিম শেখের মেয়ে সেলিনা বেগমসহ অনেকে এ সময় উপস্তিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সেলিনা বলেন- রুবিনা বেগম, স্বামী- মৃত ইমতিয়াজ আলী, মোবাইল-০১৭৪১৭৫৩২৯২, ২। মো. রোমান, মোবাইল- ০১৮৪১৩২৭৬৮৩, পিতা- মৃত ইমতিয়াজ আলী, উভয় ঠিকানা- সাং- ৩৩/৪, হোসেন মার্কেট লেদু মোলস্না রোড, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর গং আমাদের পূর্ব পরিচিত। রুবিনা বেগম তাহার ফ্ল্যাট আমাদের কাছে বন্ধক রেখে বিভিন্ন সময়ে আমার নিকট থেকে মোট ৫১,৭০,০০০/-টাকা নেয়। পরবর্তীতে রুবিনা বেগমের কাছে চুক্তিকৃত সময় পার হওয়ার পর টাকা ফেরৎ চাইলে দিব দিচ্ছি বলে ঘুরাইতে থাকে। পরবর্তীতে আমরা আশে পাশের লোকজনের কাছে জানতে পারি যে, রুবিনা বেগম উক্ত ফ্ল্যাট এর উপরে আরো অজ্ঞাতনামা অনেকের কাছ থেকে টাকা নেয়। পরবর্তীতে রুবিনা বেগমকে বিষয়টি অবগত করলে রুবিনা বেগম আমাদেরকে কেন্দ্র করিয়া বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তিনি গাজীপুর জিএমপির টঙ্গী পূর্ব থানার হোসেন মার্কেট লেদু মোলস্না রোড এলাকার স্থানীয় নেতা রশিদ মোলস্না, সালাম, নাজিম, রাজু, বকুল ভেন্ডার, মাসুদসহ আরো অজ্ঞাতনামা লোকজন দের মাধ্যম আমাদেরকে বিভিন্ন প্রাননাশের হুমকি প্রদান করে। আমাদেরকে প্রাপ্ত টাকা ফেরত দিবে না এই মর্মে রুবিনা বেগম আমাদেরকে হুমকি প্রদান করিয়া মারধরের চেষ্টা করে। সর্বশেষ ০৫/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:০০ ঘটিকার সময় বিবাদীরা সঙ্গবদ্ধ ভাবে আমাদের বন্দক নেওয়া ফ্ল্যাট দখলেরর চেষ্টা করে এবং আমার সাথে খারাপ ব্যবহার করিয়া বিভিন্ন হুমকি প্রদান করে। তারা খারাপ প্রকৃতির লোক হওয়ায় যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে। বিবাদীদের এন হুমকিতে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ব্যপারে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।