সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
প্রস্তুতিমূলক সভা
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'শহউদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, নেত্রকোনা সদর ক্যাম্প কমান্ডার ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলম, জেলা বিএনপির সদস্য ও সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, মিফতাউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাসুদ রানা। কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় ব্যবসায়ী রাসেল মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের যুড়মস সাধারণ সম্পাদক ও অভিভাবক মনিরুজ্জামান লিমন, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম স্বপন সহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার উদ্যোগে আজ বুধবার অসহায় দুঃস্হ ও স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে তিনশো কম্বল বিতরণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সৌজন্যে আজ বেলা ১১ টার দিকে কালাইয়া ধান হাট এলাকায় ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, কর্মকর্তা মো. নাজমুল হক ও মো. ইমাম হোসেন প্রমুখ।
ওসির যোগদান
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুজ্জামান। গত সোমবার বিকেলে চন্দনাইশ থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন তিনি। এর আগে তিনি কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। লক্ষীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা মো. নুরুজ্জামান ২০১০ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কক্সবাজার জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। পরে কুড়িগ্রামের রৌমারি থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন এ অফিসার।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিলা ঢালী। এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষক মৌসুমী ব্যানার্জী, সরস্বতী কুন্ডু, জয়শ্রী রানী, পলস্নব ফৌজদার, সুমাইয়া সুলতানা ও শামিমা সুলতানা, পিটিএ সদস্য ইলিয়াস সরদার, রিতা মহলদার, গোবিন্দ সরকার, রুপা আক্তার, আরিফা খাতুন প্রমুখ। ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন খেলার মধ্যে ছিলো দৌড়, চকলেট দৌড়, ছড়া-আবৃত্তি, টেনিস বল নিক্ষেপ ও বালিশ বিতরণ ইত্যাদি।
ওরিয়ারেন্টেশন কোর্স
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নবাগত পুলিশ সদস্যদের নিয়ে ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। গত রোববার প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন। কুতুপালংয়ের ওয়ালা পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত ওরিন্টিনেশন কোর্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার তয়াছির জাহান। এ সময় পুলিশ ক্যাম্পের কমান্ডার, সাব ইন্সপেক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
লোকজ ঐতিহ্যের ধারাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শীতকালিন বিভিন্ন পিঠা-পুলি প্রদর্শনের মধ্য দিয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। নেচে-গেয়ে, হই-হলস্না করে সকলে দিনটি পার করেন। বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, পিঠা-পুলি হলো আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন। বেশ ভালো লাগছে।
শিক্ষা পদক
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুধবার সকাল ১০ টায় সন্ন্যাসবাড়ী ফুটবল মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. হারুনার রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বড় শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন,প্রধান শিক্ষক
মো. ফয়েজ উদ্দিন, আয়নাল, রেহেনা, হাসিনা, জেসমিন আক্তার, মোজাম্মেল, হারুণ-অর রশিদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, চাঁদ সুলতানা প্রমুখ।
কুপিয়ে জখম
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়েছে দুই মাদকসেবী। এ ঘটনায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটাটি ঘটেছে বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) শুক্রবার রাতে তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে মোর্শেদা বেগমের ঘরে ঢোকেন। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকেই গাঁজা সেবন করতে চাইলে মোর্শেদা বেগম বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা বের করে মোর্শেদা বেগমকে এলোপাতারী কুপিয়ে জখম করেন। পরে বাড়ির লোকজন এগিয়ে এলে দুই মাদকসেবী পালিয়ে যান। মোর্শেদা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় সোহাগ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
ওরিয়েন্টেশন সভা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের কমিউনিটি ক্লিনিক সিসি এর কমিউনিটি গ্রম্নপ সিজি দলের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫টি কমিউনিটি ক্লিনিকের ২৫ জন উপকারভোগী অংশ নেয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হল রুমে গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প ওসমানপুর ইউনিট অফিস আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ। সভাটি পরিচালনা করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ইসা। এ সময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন মেহেদী হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন ও জীবিকায়ন আলমগীর হোসেন, দীপক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বিএনপির মতবিনিময়
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রম্নত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে ৮ ফেব্রম্নয়ারি দুপুর ২টায় দাউদকান্দি হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা উপলক্ষ্যে দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপ্থির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্িহত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকার পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিলস্নাল হোসেন সুমন, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোস্তাক সরকার প্রমুখ।
দোয়া মাহফিল
ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
টঙ্গীর বিশ্ব এস্তেমা মাঠে হামলার শিকার হয়ে নিহত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) সংলগ্ন এলাকার বাসিন্দা সাদপন্থি তাবলিগ সাথী মিজানুর রহমান সুমনের (৩৮) রুহের মাগফেরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আবুবকর ছিদ্দিক (রা.) ক্বওমী মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহাদত বরণকারী সাদপন্থি মিজানুর রহমান সুমনের পিতা ছবির উদ্দিন প্রামাণিক, তাবলিগের বিশ্ব মার্কাজ মসজিদ নিজামুদ্দিনের অনুসারী ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের তাবলিগের জিম্মাদার সাথীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
কৃষক সমাবেশ
ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
জুরাছড়ি উপজেলায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার শীলছড়িতে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গুনসিন্ধু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপি সভাপতি অনিল বরণ চাকমা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিএনপির সহ সভাপতি ধন পূর্ন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, যুবদলের আহ্বায়ক আশু গোপাল চাকমা, সদস্য সচিব বিরানন্দ চাকমা, যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমা, ছাত্র নেতা কলেস্নাল চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠক
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় পলস্নী সমাজসেবা কার্যক্রম, পলস্নী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নে নবারুণ সংঘ ক্লাবে উঠান বৈঠকে নবারুণ সংঘের সভাপতি সমির বরণ পাইকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসম মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২নং ভালাইন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ২ নং ভালাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় ও সভাপতি আবস্নম্ন কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু প্রমুখ।
নারী সমাবেশ
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিবনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আব্দুলস্নাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শামিমুর কবির ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্বব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও শিক্ষিত করা জরুরি। এ ধরনের সমাবেশ নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কম্বল বিতরণ
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউপিতে অর্ন্তভক্তি কালিন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে ১০ হাজার কম্বল শীতার্থদের বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উছাপুর ইউপি কার্যালয় মাঠে উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু কম্বল বিতরন উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব মাসুদ আলম, বিএনপি নেতা ফাহিম হোসেন, রবিউল ইসলামসহ বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।