মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গফরগাঁও সরকারি কলেজে পিঠা উৎসব

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গফরগাঁও সরকারি কলেজে পিঠা উৎসব

গফরগাঁও সরকারি কলেজে তারুণ্যের উৎসব ও নবীন বরণ উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রী ও অভিভাবক, শিশুদের উপস্থিতিতে মেলাটি প্রাণোৎসবে পরিণত হয়। বুধবার বেলা ১১টায় কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই পিঠা উৎসব উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুলস্নাহ আল মানুন, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির ঈসমাইল হোসেন সোহেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, প্রফেসর আফজালুর রহমান প্রমুখ।

আয়োজক কমিটিসূত্রে জানা যায়, দিনব্যাপী অনুষ্ঠিত পিঠা উৎসবে ৪০টি স্টলে প্রায় শত প্রকারের পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজনটি এক পর্যায়ে ছাত্র-জনতার প্রাণোৎসবে পরিণত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে