টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সজিব হোসেনের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ রোড ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজন, শুভ মিয়াজি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব মিয়াজি, সৈয়দ ফরহাদ উদ্দিন, সালাম বেপারী, মনির হোসেন প্রমুখ।