তিস্তা রক্ষার দাবিতে গাইবান্ধায় প্রস্তুতি সভা
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাইবান্ধা প্রতিনিধি
'জাগো বাহে- তিস্তা বাঁচাই' এই প্রতিপাদ্য নিয়ে তিস্তা নদী রক্ষার দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির এক প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, খন্দকার সফিউল ইসলাম রিপুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অধ্যাপক মইনুল হাসান সাদিক বলেন, তিস্তা বাঁচাই একটি সামাজিক আন্দোলন। যে আন্দোলনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের সঙ্গে বিএনপির একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। এটি দাবি আদায়ের আন্দোলন, অধিকার সচেতন করার আন্দোলন এবং ভারতের সমস্ত আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন, গণ জাগরণের আন্দোলন। সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, পানি আগ্রাসনের শিকার এবং সার্বিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলন হবে এটি।