মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে ৭টি হাট-বাজারে ইজারা প্রদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঘোড়াঘাটে ৭টি হাট-বাজারে ইজারা প্রদান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট-বাজারসহ ৭টি হাট-বাজারে এক বছরের জন্য ইজারা প্রদান করেছেন, হাট-বাজার দরপত্র মূল্যায়ন কমিটি। উপজেলার রানীগঞ্জ হাট-বাজারের হাফিজুর রহমানকে এক বছরের জন্য ইজারা প্রদান করেছেন হাট-বাজার মূল্যায়ন কমিটি। তাকে সবোর্চ্চ দরদাতা হিসেবে ৭ কোটি ১১ লাখ টাকায় (ভ্যাট ও আয়কর ব্যতিত) রানীগঞ্জ হাট-বাজার ইজারা দেওয়া হয়। দ্বিতীয় দরদাতা হিসেবে ছিলেন রুহুল আমিন। তার দাখিলকৃত দর ছিল ৬ কোটি ৫২ লাখ টাকা।

এছাড়াও দাখিলকৃত দরদাতাদের মধ্যে থেকে যাচাই বাছাই মূল্যায়ন কমিটি সবোর্চ্চ দরদাতা হিসেবে হরিপাড়া হাট-বাজারে আব্দুল আমিন, বলাহার হাট-বাজারে মোঃ ওবাইদুল হক, গোপালপুর হাট-বাজারে জুয়েল সরকার, চাঁদপাড়া হাট- বাজারে আব্দুল হান্নান, ডুগডুগী হাট-বাজারে মোফাজ্জল হোসেন প্রধানকে ও বলগাড়ী হাট-বাজারে সামছুল আলমকে নির্বাচিত করেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭টি হাট-বাজারের দরপত্র যাচাই বাছাই শেষে সবোর্চ্চ দরদাতাদের নির্বাচন করেন হাট-বাজার দরপত্র মূল্যায়ন কমিটি। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের পর ৭টি হাট- বাজারের জন্য নিদিষ্ট সময়ের মধ্যে দরপত্র দাখিল করেন দরদাতারা। এর মধ্যে রানীগঞ্জ হাট-বাজারের ২৮ জন দরপত্র ক্রয় করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ৩জন দরপত্র দাখিল করেন।

এ সময় দরপত্র যাচাই বাছাই মূল্যায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উলস্না, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহামদু ও তার দলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে