ঝালকাঠিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিন্ত্রী আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার থানার মূল ফটকে নিহতের স্বজনসহ এলাকার কয়েক হাজার মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। গ্রেপ্তার নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। নিহত রাজমিস্ত্রী আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবুল হাসানের বৃদ্ধ মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগমা, ছেলে স্কুলছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তার প্রমুখসহ অনেকে। আসামি নাজমুলের ফাঁসি দাবি করে বক্তারা বলেন, আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসান কয়েকদিন ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করছে। নাজমুল বলে- 'নতুন ঘর উঠাইছো, বাড়ি তুলছো, ৩ ভাই বিদেশ থাকে তোর কাছে কোনো ব্যাপার না টাকা দেওয়া। টাকা না দিলে তোকে মেরে ফেলবো বলে হুমকি দিয়েছে।' এ ঘটনার জেরে ও কয়েকদিন আগে আবুল বাসার বাজারে ওষুধ কেনার জন্য যাওয়ার সময় আসামিরা বিএনপির প্রোগ্রামে যাওয়া যাবে না বলে বাড়িতে ফিরে যেতে বলে। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কবিতর্ক ও মনোমালিন্য হয়। এ ঘটনার জেরে ২ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় তাকে আসামিরা কুপিয়ে হত্যা করে। আসামিদের দ্রম্নত ফাঁসির দাবি জানান স্বজনরা। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, প্রধান আসামি নাজমুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।