মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মাদারীপুরে নদীতে গোসলে নেমে ভাই বোন নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাদারীপুরে নদীতে গোসলে নেমে ভাই বোন নিখোঁজ

মাদারীপুর শহরের তরমুগরিয়া হাকিয়ারমার ঘাট এলাকার কুমার নদীতে বুধবার দুপুরে গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ হয়েছে। নিখোঁজরা হলো- এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগ মাদ্রাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধ্যান পায়নি ডুবরি দল।

নিখোঁজদের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা গোসলে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে