মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষের্ যালিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক -যাযাদি

২০২০ সালের ৫ ফেব্রম্নয়ারি থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।' জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য। এ উপলক্ষে বিভিন্ন স্থানে গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর বিশেষ আলোচনা সভা,র্ যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল কিংবা গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে গ্রন্থাগারে যাওার আহ্বান করেন বক্তারা।

আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী অফিস জানিয়েছে, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ পালিত হয়েছে জাতীয় গ্রন্থগার দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।

এতে সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন লেখক গবেষক বেনজিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সেরা পাঠকসহ বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে গ্রন্থাগারের ইনচার্জ ওয়াকিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, সহকারী জেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান মিয়া, শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, তরুণ প্রজন্মের পক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া কামাল প্রমুখ।

স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউএনও মামুনুর রশিদ, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা, বাপুস পিরোজপুর জেলা শাখার সভাপতি আ. রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার। মুখ্য আলোচক ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ডা. জহির উদ্দিন সরকারি গণগ্রন্থাগারের আয়োজনের্ যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলুসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে গণগ্রন্থাগারের হলরুমে আলোচনা সভায় গ্রন্থাগারিক হাবিবা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, নজরুল পাঠাগারের সদস্য নাসিরুল কাদের প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান আফরোজা খাতুন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোর্শেদা বিনতে মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাস ভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার আব্দুর রউফ, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে স্কুল চত্বরে আলোচনা সভায় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি লাইসিয়াম চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আজিজুল হক ফকির, প্রভাষক নজরুল ইসলাম, কবি লোকান্ত শাওন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বয়াক রুহল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান, মিল্টন দেবনাথ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে