সড়ক দুর্ঘটনায় চার জেলায় চারজন নিহত হয়েছে। গোপালগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গরু ব্যবসায়ী, জামালপুরের বকশীগঞ্জে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন এবং নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ট্রাকের চাপায় রাশেদ মোলস্না (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাশেদ মোলস্না কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোলস্নার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
ওসি জানান, কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন শ্রমিক রাশেদ। এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রম্নতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে রাশেদ মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠায়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- বিশনন্দী ফেরীঘাট আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী নামক স্থানে গরুবাহী পিকআপ ভ্যান উল্টে আ. রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ অপর দুইজন। তারা হলেন- জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। নিহত রাজ্জাক রূপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।
নিহতের মেয়ে রাজিয়া সুলতানা জানান, রাজ্জাক একটি পিকআপে গরু নিয়ে বিশনন্দী হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী পিকআপ উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হলে স্থানীয়রা তাদের চারজনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আ. রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটর সাইলকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার সকালে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে মনিরুজ্জামান মিন্টু মোটর সাইকেল চালিয়ে শেরপুর যাওয়ার সময় বকশীগঞ্জ পৌছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৩৮) নামে একজন মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চালক জালাল মিয়া গুরুতর আহত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এর আগে সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে মোটর সাইকেলে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রম্নতগতির একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে দু'জনই রাস্তায় ছিটকে পড়েন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক ময়মনসিংহ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মজনু মিয়ার মৃতু্য হয়।