কৃষক সমাবেশ
গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ভবানীপুর চ্চচ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ওমর ফারুক শাফিন। বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুলিস্ন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবীর মোনায়েম প্রমুখ।
তারুণ্যের উৎসব
\হহরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ইউএনও আরিফুজ্জামানের নেতৃত্বে র?্যালিতে উপজেলা পরিষদের অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। র?্যালিতে উপস্থিত ছিলেন হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানূল ইসলাম মিঞা, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা
\হঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্ব বিষয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাঈদ হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন টিটু চন্দ্র সেন। সভায় তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বের উপর গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়।
কর্মশালা অনুষ্ঠিত
\হদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন দৌলতপুর ইউএনও আব্দুল হাই সিদ্দিকী। মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম প্রান্তিকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দার, শিক্ষক প্রতিনিধি ইয়াকুব আলী, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।
অভিনন্দন ও শুভেচ্ছা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রম্নয়ারী রাজশাহী ভূবন মোহন পার্কে দ্বি-বার্ষিক নিবার্চনে সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন ও সোনারদেশ পত্রিকার চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু এবং নির্বাহী সদস্য দৈনিক নতুন প্রভাত, ভোরের কাগজ চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টু নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট শাখা এবং চারঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট শাখার সভাপতি আতিকুর রহমান আশা, সাধারণ সস্পাদক শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু প্রমুখ।
কর্মী সমাবেশ
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় সোমবার উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির আয়োজনে চন্ডিপুর খেলার মাঠে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিতহ হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সহসভাপতি আতাউর সরদার খোকনের পরিচালনায় সমাবেশ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, নুরুল ইসলাম বরাত। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।
যুব সমাবেশ
ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এতে অংশগ্রহন করেন ইউএনও শবনম শারমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ভৈরব বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্র সমন্বয়ক শরীফুল হক জয় প্রমুখ।
পিঠা উৎসব
ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্টের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলার শ্রীনগরে সংগঠনের হলরুমে সোমবার এ উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের পরিচালনায়, সাংগঠনিক সম্পাদক আরাফাত রায়হান সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার জাহিদুল ইসলাম বিপস্নব, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রির্পোটার মইন উদ্দিন সুমন, শ্রীনগর থানার ওসি সাকিল আহম্মেদ, জাপান প্রবাসী পাইলট দোলন মোলস্না, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির সাধারণ সভা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, অধ্যক্ষ নুরুল আমিন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সম্পাদক- আবদুল করিম, যুগ্ম সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, গ্রম্নপ সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, বিলস্নাল হোসেন প্রমুখ।
চাল-কম্বল উপহার
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ ইউএনও পলস্নব হোম দাসের পক্ষ থেকে উন্নতমানের চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা। গত সোমবার বিকেলে ইউএনও'র কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়। ইউএনও পলস্নব হোম দাসের পক্ষে উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ হকারদের হাতে এসব তুলে দেন। এ সময় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন উপস্থিত ছিলেন। এর আগে প্রেস ক্লাব সভাপতি মঈনুল হাসান রতন ৬জন পত্রিকার হকারকে চাল ও কম্বল প্রদানের জন্য আহবান জানান। এ প্রেক্ষিতে হকারদেরকে উপহার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ ইউএনও মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ। উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত ফেরদৌস আরা, চাচুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, নবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।
তারুণ্যের উৎসব
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রতিবন্ধীদের ঋণ দান, ৪৯ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনে উৎসাহিতকরন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন হয়। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও এন,এম, ইশফাকুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সমাজসেবা অফিসার এস.এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা আইসিটি অফিসার সুমিত গুপ্ত, শিক্ষার্থী তারেক হোসেন, হিমু সরকার প্রমুখ।
ভারতীয় কাপড় জব্দ
ম পরশুরাম (ফেনী) প্রতিমিনি
ফেনীর পরশুরামে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর পাঁচটায় অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ শাড়ি কাপড় জব্দ করা।
জানা যায়, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ পরশুরামের গুথুমা বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার আমিনুর রহমানের নেতৃত্বে পৌর এলাকার বাঁশপদুয়া থেকে ভারতীয় শাড়ী কাপড় ৭০ পিস, থ্রি-পিস ৫১৭ পিস, লেহেঙ্গা ৯ পিস, থান কাপড় ১০৮ মিটার জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কাপড়গুলোর বর্তমান বাজার মূল্য- ৩২ লাখ ২ হাজার টাকা।
শিক্ষক সমিতি গঠন
ম কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ কবির উদ্দিনকে আহ্বায়ক ও নাজমুল ইসলাম বিলালকে যুগ্ম-আহ্বায়ক, মিলন ক্লান্তি দাসকে সদস্য সচিব এবং জামাল উদ্দিন ও ফেরদৌস আরা নাজমিনকে সদস্য করে সহকারী শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার ৫ সদস্য কমিটি করা হয়। আহ্বায়ক কমিটিকে গত ৩১/১২/২৪ ইং তারিখে অনুমোদন দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি প্রমতেশ দত্ত ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাঁস ও শেড প্রদান
ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই সেনা ব্যাটালিয়ন অসহায় একটি উপজাতি পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস, শেডসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। মঙ্গলবার এসব বিতরণ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেলের তত্বাবধানে গবাগনা আর্মি ক্যাম্প এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রিচার্ড মন্ডল দরিদ্র পরিবারকে এ সহায়তা দেন।
চারা রোপণ
ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এতে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের প্রায় ৫ বিঘা জমিতে রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ব্রিধান-১০২ জাতের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা।
আহ্বায়ক কমিটি
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শেরপুর ড্রাগিস্টস্ সমিতির অফিসে আহ্বায়ক কমিটি গঠন কর হয়। কমিটিতে আহ্বায়ক হন সুমির কুমার অধিকারী, সদস্য সচিব হন জহুরুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রেরণ করে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শেরপুর উপজেলা শাখা, শেরপুর, বগুড়া।
পদক প্রতিযোগিতা
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ অনুষ্ঠিত হয়েছে। গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথ।
শীতবস্ত্র বিতরণ
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উ?দ্যো?গে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলে কম্বল বিতরণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি ইউএনও নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী, পলস্নী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সভাপতি দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল।
পুরস্কার বিতরণ
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি এ পুরস্কার বিতরণের আয়োজন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান।