দৌলতপুরে সাংবাদিক পরিচয়ে ভাঙচুর, ৩ জনের কারাদন্ড

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক পরিচয় দিয়ে মুদি দোকানদারকে অন্যায়ভাবে দোকান ভেঙে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অপরাধে নারীসহ তিন কথিত সাংবাদিক আটক করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর থানার বি/২১ জয়রা এলাকার মৃত নুরুল হকের ছেলে দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি পরিচয় দানকারী সাইফুল ইসলাম শাহিন (৬০), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি লাইলী আক্তার (২৫) ও সদর উপজেলার বালিরটেক এলাকার মোশারফ হোসেনের ছেলে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি সুমন আহমেদ (৩২)। জানা যায়, উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের আব্দুল গাফফার নামক এক মুদি দোকনাদারকে অন্যায়ভাবে কিছু লোক ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার দোকান ভেঙে অন্যত্র চলে যেতে বলে। তারা দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয়। পরে স্থানীয়রা ফোনকরে ইউএনও আহসানুল আলম ও ওসি তৌফিক আজমকে জানান। ইউএনও আহসানুল আলম পুলিশকে নিয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পায়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের এ দন্ড দেন।