মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আইন-শৃঙ্খলা রক্ষায় ধুনটে যাত্রাপালাসহ মেলার অনুমতি বাতিল

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আইন-শৃঙ্খলা রক্ষায় ধুনটে যাত্রাপালাসহ মেলার অনুমতি বাতিল

বগুড়ার ধুনটে মাসব্যাপী মেলায় যাত্রাপালা, সার্কাস ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডস পরিচালনা করার অনুমতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ফয়সাল মাহমুদের স্বাক্ষরিত এক স্মারকপত্রে মেলার অনুমতি বাতিল করা হয়। এদিকে মেলার বন্ধের স্মারকপত্র হাতে পেয়েই মিষ্টি বিতরণ করেছে তৌহিদী জনতা।

স্মারকপত্রে উলেস্নখ করা হয়, ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা মাঠে শীতকালীন মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শিত হতে পারে এই আশঙ্কায় মেলা বন্ধ করার জন্য ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং জামায়াত নেতা রেজাউল করিমের নেতৃত্বে তাদের লোকজন মেলা বন্ধের আবেদন জানান। এ নিয়ে উভয়পক্ষ ধুনট থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। এতে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও জনসাধারণের শান্তি রক্ষার্থে মেলার অনুমতি বাতিল করেন সহকারী কমিশনার ফয়সাল মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে