চট্টগ্রামের চন্দনাইশে বরমা ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় মাঠে বরমা ইউনিয়নে এলডিপির সভাপতি মোহাম্মদ মোসলেম খাঁনের সভাপতিত্বে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, পৌরসভা এলডিপির সভাপতি এম.আইনুল কবির, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শের আলী মাস্টার, যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খাঁন, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় প্রধান্ অতিথি তার বক্তব্যে বলেন, 'আমরা চাই নীতি, নৈতিকতা ও মনুষ্যত্ব নিয়ে এ দেশে বসবাস করব। দক্ষ মানুষ দেশের শাসনভার গ্রহণ না করলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।'