মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বেরোবিতে নবীন বরণ অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বেরোবিতে নবীন বরণ অনুষ্ঠিত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করে নিয়েছে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি! গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় এ নবীন বরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী!

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পড়াশোনার পাশাপাশি তাদের ডিবেটিং, ক্লাব সাইন্স ক্লাব,শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহাগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক আল রাফাত, রংপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে