মাদক ও জাল রুপিসহ চার জেলায় গ্রেপ্তার ৯

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় নানা অপরাধে মাদক ও জাল রুপিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রংপুর, নওগাঁর মান্দা ও পোরশা, নেত্রকোনার মোহনগঞ্জ এবং বগুড়ার ধুনটে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহন করা একটি প্রাইভেট কার। মঙ্গলবারর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুলস্নাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব রংপুর নগরীর তাজহাট মডার্ন মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার তলস্নাশী চালিয়ে ট্রাভেল ব্যাগে থাকা ২৫৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করের্ যাব। তারা হলেন- সুমন সরকার (৩৭), ফারুক হোসেন (৩৭) ও রওশন আলী (৪২)। তাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম খামার পাড়া এলাকায়। তাদের নগরীর তাজহাট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোলস্নার ছেলে সিদ্দিক হোসেন মোলস্না (৪৫) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাঠে নামে। মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোলস্না ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পৌর শহরের কাজিয়াটি তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে। হৃদয় কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। মোহনগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম খান জানান, হৃদয়কে মাদক মামলায় এক বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় ইউছুপ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- গোপালগঞ্জ (বড়বাগান) গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে ও বর্দ্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলাম (৩৩)। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে চার মামলায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মলিস্নককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ওই ইউপি চেয়ারম্যান পীরহাটি গ্রামের নূরুল ইসলাম বাদশা মলিস্নকের ছেলে। থানাসূত্রে জানা যায়, ২০১৮ সালে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ২০২৪ সালে আওয়ামী লীগ নেতা বর্তমান মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মলিস্নকের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক দুটি মামলা হয়। এছাড়া মথুরাপুর ইউনিয়নের আশাদুল ইসলাম নামে এক মৎস্য খামারীর ঘরে অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে জেমস মলিস্নকের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক আরও দুটি মামলা হয়। এতদিন তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, চারটি মামলায় ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মলিস্নককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।