চট্টগ্রামে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্যহাতির মৃতু্য
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতির মৃতু্য হয়েছে। উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি মিতাইঝিরি টেক এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। তবে ওইদিন রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ।
বন বিভাগ সূত্র জানায়, গত ১ ফেব্রম্নয়ারি শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মিতাইঝিরি টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈম হাতিটির চিকিৎসা করেন।
চিকিৎসকেরা জানান, পাহাড়ের ওপর থেকে নিচে পড়ায় হাতিটি মেরুদন্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে। বন বিভাগের সহযোগিতায় পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।