কালিয়াকৈরে হাসপাতালে জরিমানা ও মালামাল জব্দ

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে একটি অবৈধ হাসাপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওই অবৈধ হাসপাতাল বন্ধ করাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্কয়ার হাসপাতাল নামের একটি হাসপাতাল গড়ে ওঠে। ওই হাসপাতালে অবৈধভাবে নিম্নমানের চিকিৎসা সেবা কার্যক্রম চালছিল। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার ওই হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাহমুদুল হাসান মেহেদী, কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসানসহ অন্যরা। অভিযানে নানা অনিয়ম দেখতে পেয়ে অবৈধ হাসপাতালটি বন্ধ ও ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।