লক্ষ্ণীপুরের রামগতিতে একটি গুদাম থেকে ১০ বস্তা ওএমএসের সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ঝন্টু বিকাশ চাকমা অভিযান চালিয়ে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে ওএমএস ডিলারের গুদামঘর এবং অটোরিকশা থেকে এসব চাল জব্দ করেন।
এ সময় কাউকে আটক করতে পারেননি। হতদরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে বেশি মূল্যে বিক্রির জন্য এই চাল মজুদ রেখেছিলেন সংশ্লিষ্ট ডিলার।
জানা যায়, রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রদের জন্য জনপ্রতি ৫কেজি ৩০টাকা দরে চাল বিক্রির জন্য নির্ধারিত ডিলার ছিলেন চর পোড়াগাছা ইউনিয়নের মো. জাফর।
এসব চাল সরকারি নিয়ম মেনে নির্ধারিত পরিমান ও মূল্যে বিক্রি না করে চড়া দামে বস্তা হিসেবে বিক্রি করছেন ডিলার। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ডিলার পালিয়ে যায়।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, জব্দ করা ৩০০ কেজি (১০ বস্তা) চাল জনপ্রতি ৫কেজি করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।