মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মান্দায় রাইসমিলে যাতায়াতের রাস্তায় বালুর স্তূপ, ভোগান্তি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মান্দায় রাইসমিলে যাতায়াতের রাস্তায় বালুর স্তূপ, ভোগান্তি
নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তায় বালুর স্তূপ ফেলে রাখায় চলাচলে প্রতিবন্ধতার সৃষ্টি -যাযাদি

নওগাঁর মান্দায় নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তির রাইসমিলে যাতায়াতের রাস্তায় বালুর স্তূপ ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করেছেন প্রতিপক্ষের লোকজন। এতে করে রাইসমিলে যাতায়াতকারী ও স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলার ৪ নং মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে গত ২৭ জানুয়ারি মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৪ নং মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আব্দুল গফুর দেওয়ানের ছেলে ভূক্তভোগী নাসির উদ্দিন আহমেদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাহাপুর মৌজার ১৯১৪ নং দাগে প্রায় ৩৫ বছর পূর্বে একটি রাইসমিল স্থাপন করা হয়। উক্ত রাইসমিল হতে নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা না থাকায় একই মৌজায় ১৯৭৭ নং দাগের তৎকালীন মালিক মরহুম হজরতুল্যা পিয়াদা গং এবং মোঃ জাহান বক্স শেখ গং এর নিকট হতে তৎকালীন দখলকৃত অংশ মোতাবেক যথাক্রমে ৩ ও ৪ মোট ৭ শতাংশ জমি অনেক চড়া মূল্যে ক্রয় করে সে জমিতে একটি রাস্তা নির্মাণ করেন ভূক্তভোগী নাসির উদ্দিন আহমেদ। এরপর সে জমিতে একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘ প্রায় ৩৩ বছর যাবৎ উক্ত রাস্তা দিয়ে রাইসমিলে যাতায়াতকারী ও স্থানীয় লোকজনও চলাচল করে থাকেন। অথচ, উক্ত রাস্তায় কখনো গর্ত করে, কখনো বাঁশের বেড়া লাগিয়ে আবার কখনো বালুর স্তুপ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অব্যাহত রেখেছেন প্রতিপক্ষের বাবুল, কছিমুদ্দিন,পানু, কামরুল, রুবেল, খোরশেদ গংরা। একসময় তারা আওয়ামী ছত্রছায়ায় থাকলেও গত ৫ আগস্টের পর বতমানে তারা বিএনপি নেতাদের প্রভাব দেখিয়ে এসব করার কারণে অত্র এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ তৈরী হয়েছে, এর ফলে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন ভূক্তভোগী পরিবারের লোকজন।

এ ব্যাপারে জানার জন্য সরেজমিন গেলে প্রতিপক্ষের কোন লোকজনকে না পাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে