মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ সাড়ে ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ সাড়ে ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু
কুষ্টিয়ার ঝাউদিয়ায় থানা উদ্বোধনের দাবিতে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী -যাযাদি

কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে চলা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উপস্থিত হয়ে ১০ ফেব্রম্নয়ারী এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির নেতারা।

এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কে।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হায়াত আলী বলেন, 'পুলিশ সুপার ১০ তারিখে মিটিং ডেকেছেন, থানা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনার জন্য এ মিটিং। তারা থানা স্থাপনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এরই প্রেক্ষিতে আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে