হাতুড়িপেটা, আসামি ছিনতাই ও সড়কে নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
শরীয়তপুরে সাংবাদিককে হাতুড়িপেটা করা প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন -যাযাদি
হাতুড়িপেটা, আসামি ছিনিয়ে নেওয়া ও দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে তিন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর, লক্ষ্ণীপুর, পাবনার সুজানগর ও নোয়াখালীর বেগমগঞ্জে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনকে সন্ত্রাসী কর্তৃক হাতুড়িপেটা ও ছুরিকাঘাতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার এ আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে শরীয়তপুরের জ্যেষ্ঠ সাংবাদিকেরা অপরাধীদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ওই ঘটনায় সোহাগ খান বাদী হয়ে শরীয়তপুর সদর লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী। মঙ্গলবার লক্ষ্ণীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ৪ ফেব্রম্নয়ারী তারিখে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার বাসা থেকে আইনশৃংঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। সেই থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন। মানবন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্ছু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্ত্রান ইমন ওমরসহ বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য দেন। সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে পুলিশ আটক করলে, ঘটনাস্থল থেকে তার কর্মী সমর্থকরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে ও পাবনা জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক সোহেল রানা মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগরে এ কর্মসূচি পালিত হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাবনা জেলা শাখার সদস্য সচিব মনজুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, কিবরিয়া, এসএএম সৈকত, যুগ্মসচিব মিনহাজ হোসেন রাতুল, যুগ্ম সদস্য সচিব শাওন হোসাইন, সাদিয়া কুদ্দুস প্রমুখ। বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জের রমযান বিবিতে মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র সায়েদ বিন আনহাজকে বাস চাপায় হত্যার প্রতিবাদে এবং ঘাতক বাস চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার চৌমুহনী-মাইজদী সড়কের রমযান বিবি নামক স্থানে এ মানবববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত শিশুর পিতা আবু সায়েদ, চৌমুহনী বস্নাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা টি আই সুজন, বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনসহ অনেকে।