বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পুরস্কার বিতরণ

ম আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় শেষ হয়েছে রমনা রেজিমেন্টের আয়োজনে ১০ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৫। সোমবার সকালে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।

এ সময় রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন বিএনসিসিও সহ ৬৬২ জন ক্যাডেট এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহনে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর এম এ রাকিব, মেজর কাজী মো. আশ্রাফুল আলম, মেজর এম এ রাকিব এ্যাডজুটেন্ট, মো. মনজুরুল হাসান, মেজর কাজী মো. আশ্রাফুল আলম সহ আরও অনেকেই।

ত্রৈ-বার্ষিক কাউন্সিল

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং আত্রাই উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সভাপতি ও ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুলস্নাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।

সভা শেষে আত্রাই ইউএনও কামাল হোসেনকে সভাপতি, মো. হামিদুর রহমান প্রাং ও মো. আবুল হোসেনকে সহ-সভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক,মোঃ মোবারক আলীকে যুগ্ম-সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

মৎস্য বিষয়ক প্রশিক্ষণ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৫ জন সামুদ্রিক জেলে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একইভাবে পাঁচ ব্যাচে উপজেলার ১২৫ জন জেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় প্রশিক্ষণ চলাকালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের প্রকল্প উপ-পরিচালক (ডিপিডি) মো. মিজানুর রহমান, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউট্রিশন অলিম্পিয়াড

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রীতম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক আদিলা আজহার আরশী ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে গ্রম্নপ ভিক্তিক আলোচনায় অংশ নেন তারা।

অভিভাবক সমাবেশ

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতনের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিদ্যালয় মাঠে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের জমি দাতা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পরিচালক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আল আমিন ইসলাম, অভিভাবক মিলন চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।

কৃতীশিক্ষার্থী সংবর্ধনা

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ৭০০ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ঘোড়াশাল পৌর অডিটরিয়াম হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী কার্যকরী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. সিবগাতুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিলস্না বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ ইসলাহী। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, শিবিরের সাবেক নরসিংদী জেলা সভাপতি আকরাম খান ও আব্দুলস্নাহ, পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম শিকদার প্রমুখ।

কম্বল বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে দুই শতাধিক কম্বল করা হয়েছে। রোববার রাতে সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি মুর্শিদা জামান পৃথক দুই স্থানে এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জেলা ত্রাণ ও পুর্নবাসন সস্পাদক এবং সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সদস্য মিরু খা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মুর্তজা জিকো, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, বিএনপির নেতা আকরাম আলী, মাসুদ রানা, হানেফ আলী, শাহ আলম মন্টু, যুব নেতা মুক্তার হোসেন, আরাফাত রহমান, এনামুল হক ও ছাত্র নেতা তৌহিদুর রহমান প্রমুখ।

মেলা উদ্বোধন

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে উপজেলা চত্বর থেকে কৃষি অফিস পর্যন্তর্ যালি অনুষ্ঠিত এবং উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার ১২টি বিভিন্ন ধরনের স্টলে প্রদর্শনী হয়। ইউএনও মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল কৃষিবিদ জসীম উদ্দীন। প্রকল্প উপস্থাপনায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি প্রকল্পের খুলনা অঞ্চলের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস।

দায়িত্ব গ্রহণ

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়নের প্রশাসক নিয়োগ পেয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ। সোমবার তিনি তেলিগাতী ইউনিয়ন পরিষদে পৌঁছানোর সাথে সাথে তেলিগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবযোগদানকৃত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা।

মাদ্রাসা পরিদর্শন

ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার ধনবাড়ী উপজেলার বানিয়াজানের বলদীআটা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, জামতলী জহুরা রোস্তম আর্দশ দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জামায়াতে ইসলাম ধনবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরির্দশনকালে বক্তব্য দেন-জামায়াতে ইসলাম ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারী আলহাজ মো: শাজাহান আলী, বলদীআটা ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা আফজাল হোসেন, জামতলী জহুরা রোস্তম আর্দশ দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেনসহ অন্যান্যরা।

কোরআন বিতরণ

ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর

পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সোমবার সকালে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া খাদেমুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সনদ বিতরণ

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সঙ্গীত প্রতিষ্ঠান বন্ধু সারগাম সঙ্গীত নিকেতনের অর্ধশত শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার শংকর মঠ ও মিশন সংলগ্নে সনাতন নেতা বাবুল দেওয়ানজীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যাপক সঙ্গীত শিল্পী বিপুল দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ সাধনানন্দ গিরি মহারাজ, প্রধান উপদেষ্টা ডা. দীপন কর্মকার, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিলন কান্তি দে, যুগ্ম আহ্বায়ক ডা. অমর কান্তি দত্ত, সদস্য সচিব আশীষ বরণ সেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর মলস্ন বিষু ও বাগিশিক উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল প্রমুখ।

আলোচনা সভা

ম নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিজয় উলস্নাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, তথ্য অফিসার রোস্তম আলী, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আলিফ নুর, সাংবাদিক আল-আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার সদস্য সচিব মো. সাফায়েতুলস্নাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খিয়াম উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি তাজুল ইসলাসসহ অনেকে।

গরু বিতরণ

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২২০ জনকে গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পলস্নী বিদু্যতের ডিজিএম মোসাদ্দেকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে