নাটোরের বড়াইগ্রামে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানসহ ১৫ জন আহত হয়েছেন। গত রোববার সন্ধায় উপজেলার কয়েন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান (৩৫), সেচ্চাসেবক দলের কর্মী সাইফুল ইসলাম (৪২), রুবেল আলী (২৮), সোহেল রানা (২৬), শুভ আলী (২২), জিন্নাহ আলী (৫৫), আজগর আলী (৬৫), সানিফ হোসেন সুজন (২৮), যুবদল কর্মী হৃদয় হোসেন (২৫), সানাউলস্নাহ (৫৫), উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসিম হোসেন (২৭), সাইদুল ইসলামকে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়।
মিজানুর রহমান বলেন, 'আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় তৈরির জন্য উপজেলার কয়েন বাজারে একটি স্থান ভাড়া নেই। সেই কার্যালয় রোববার সন্ধায় উদ্বোধন করার সময় আতাউর রহমান ও তার লোকজন বাধা দেন ও আমাদের মারপিট করেন।'
আতাউর রহমান বলেন, 'ছাত্রলীগের কর্মীরা লিফলেট বিতরণ করছিল। আমার ছেলেরা তাদের পুলিশে সোপর্দ করলে মিজানুর রহমান সেই ছাত্রলীগ কর্মীদের পক্ষ নিয়ে আমাদের উপর আক্রমণ করে।'
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।