সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা। সোমবার শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির পদবঞ্চিত নেতারা। পরে কানাইখালি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ পদবঞ্চিত নেতারা।
এ সময় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের আহবায়ক কমিটিতে স্থান হয়নি। আবার দলের দু:সময়ে না থেকেও অনেকে পদ পেয়েছে। যা দলের জন্য ক্ষতিকর। তাই বর্তমান আংশিক কমিটি সংশোধন করে দলের অভ্যন্তরে দু:সময়ের কর্মীদের মূল্যয়নের দাবি জানানো হয়।