বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেবোত্তর-খিদিরপুর সড়ক পাকাকরন

কাজের দীর্ঘসূত্রিতায় খোয়ার ধুলায় আম কাঁঠালের মুকুল বিনষ্ট, পরিবেশ দূষিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কাজের দীর্ঘসূত্রিতায় খোয়ার ধুলায় আম কাঁঠালের মুকুল বিনষ্ট, পরিবেশ দূষিত

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-খিদিরপুর (হুজুরের ঢাল) পর্যন্ত রাস্তা পাকা করনের কাজে গত প্রায় ৭-৮ মাস আগে খোয়া বিছালেও প্রতিনিয়ত যানবাহনের চাপে সেই খোয়ার ধুলা উড়ে রাস্তার দুপাশের ঘরবাড়ি ও গাছপালা লালে লাল, নষ্ট হচ্ছে পরিবেশ। অন্যদিকে এ কারণে রাস্তার দুপাশে আমগাছসহ মৌসুমী ফলের মুকুল নষ্ট হওয়ার উপক্রম, ফলে বিকশিত হতে পারছে না আম-কাঁঠালের মুকুল।

এ বছর এসব এলাকায় আম, কাঁঠাল, লিচুসহ সকল ফল এবং সবজির মারাত্মক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগদাহ গ্রামের মোকসেদ আলী জানান, খোয়ার রঙিন ধুলায় বিশেষ করে আম গাছ ও কাঁঠাল গাছের মুকুল বিকাশিত হতে না পেরে ঝরে পড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। বেরুয়ান গ্রামের বাদল হোসেন জানান, কোন আম গাছের মুকুল থাকছে না, ইট খোয়ার লাল ধুলায় সব নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কোন গাছেই মুকুল থাকছে না। রাধাকান্তপুর গ্রামের বোদিউল জানায়, রাস্তার খোয়র ধুলায় আমার সব আম গাছের মুকুল নষ্ট হয়ে যাচ্ছে, এবার আম পাওয়াই ভার। সরাবাড়িয়া গ্রামের মেজবাহ জানায়, লাল ধুলায় কোন গাছের মুকুল বিকাশিত হতে পারছে না। হুজুরের ঢালের আব্দুল করিম জানায়, এই রাস্তার দুপাশে আমগাছ মুকুল শূন্য হয়ে পড়ছে।

জানা গেছে, এভাবেই প্রায় ৪-৫ গ্রামের আম, কাঁঠালগাছ মুকুলশূন্য হয়ে পড়ছে। এলাকাবাসীর দাবি, রাস্তার দুই পাশের যানবাহনের চাপে খোয়ার ধুলায় বাড়িঘর গাছপাড়া লালে লাল হয়ে গেছে। এসব মৌসুমী ফল ছাড়াও এ রাস্তার দুপাশে শীতকালীন সবজি যেমন- বেগুন, লাউ, সিম এসবের গাছ খোয়ার ধুলায় ফল দিচ্ছে না। ভুক্তভোগীদের দাবি, রাস্তায় যতটুকু খোয়া বিছানো হয়েছে সেটুকুতে মাঝেমধ্যে পানি ছিটালে সমস্যা কম হতো। অনেক লেখালেখি ও দাবির পরও মাত্র একদিন নামমাত্র পানি ছিটালেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। অবিলম্বে রাস্তার কাজ শেষ করার দাবি এলাকাবাসীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে