যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে একটি সারবোঝাই ট্রাকের ইঞ্জিন বিকল (বন্ধ) হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত রোববার রাতে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ওই ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। সরকারি ৭৬০ বস্তা সার অভয়নগর থেকে রংপুর বিএডিসির গুদামে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় দিকে ভৈরব সেতুর অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি সারবোঝাই ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতে দেখে চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। কয়েক মিনিটের মধ্যে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সরকারি ডিএপি সারের শত শত বস্তা।
মশরহাটী গ্রামের নূর ইসলাম বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি, ট্রেনের ধাক্কায় ট্রাকটি প্রায় দ্বিখন্ডিত হয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে ট্রেন দাঁড়িয়ে আছে। রাত ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। অনেক রাত হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই রেলক্রসিং অরক্ষিত থাকার কারণে মাঝে মধ্যে এখানে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে।
সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, '৭৬০ বস্তা সরকারি ডিএপি সার অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকা থেকে ট্রাকে লোড করার পর রংপুরে বিএডিসি গুদামে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। ছড়িয়ে থাকা সারের বস্তাগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।'
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, 'দুর্ঘটনার ১৫-২০ মিনিট পর ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে আঘাত লাগার কারণে কিছু ক্ষতি হয়েছে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় মামলা হয়েছে।'