পাবনার বেড়া উপজেলার আমিনপুরের বাঁধেরহাট এলাকায় ভয়াবহ আগুনে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগীরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। রাত আড়াইটায় তারা খবর পান মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত শনাক্ত করতে পারেনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আহসান মুসা জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এখনও শনাক্ত করতে পারিনি। ধারণা করছি বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।