বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

উৎসবমূখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উৎসবমূখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

উৎসবমূখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে সরস্বতী পূজা। সোমবার পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

খুলনা অফিস জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান।

বাণী অর্চনা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মন্দির কমিটির সহ-সভাপতি ও স্থাপত্য ডিসিপিনের সহযোগী অধ্যাপক গৌরী শংকর রায় ও সিএসই ডিসিপিনের শিক্ষার্থী সোহাগ চন্দ্র। স্বাগত বক্তৃতা করেন কমিটির সাধারণ সম্পাদক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর কুমার সাহা।

রংপুর ও বেরোবি প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন হয়েছে। সোমবার সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদ্‌যাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে আবাসিক হল এবং বিভাগগুলিতেও পৃথকভাবে মোট ২৬টি মন্ডপে এই পূজার আয়োজন করা হয়। এদিন সকালে পূজা মন্ডপগুলো পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় পূজা উদযাপন কমিটির আহবায়ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, সরস্বতী পূজা উপলক্ষে আখাউড়া পৌরশহরে রাধানগর সরকারি প্রাইমারী স্কুল মাঠে ৩৬ ফুট উচ্চতার বীণার আদলে তৈরি করা হয়েছে। বীণার নীচের অংশে রাখা হয়েছে সরস্বতী দেবীর প্রতিমা। সরস্বতী পূজা উপলক্ষে স্থানীয় অরুণ সংঘ প্রতি বছর ব্যাতিক্রমী পূজার আয়োজন করে। আলেচিত ৩৬ জুলাইকে থিম নির্ধারণ করে ৩৬ ফুটের এই বীণার মন্দির বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকাল থেকে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে।

অরুণ সংঘের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু বলেন, সরস্বতী পূজা মানেই আমাদের জন্য একটা বিশেষ আনন্দের দিন। দেবীর কাছে প্রার্থনা করি, যেন আমাদের জ্ঞান ও সৃজনশীলতার পথ উন্মুক্ত হয়। আমরা সব সময়ই সমসাময়িক আলোচিত বিষয় থিম করে মন্ডপ তৈরি করি। এবারও এরকমই করা হয়েছে।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সোমবার সকাল ১০টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। এ সময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক মিন্টু রানী বাগচী, ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে