শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভারত থেকে নেমে আসা ভোগাই নদীর উপর নির্মিত ব্রিজটি ৩৬ বছর আগে নির্মাণ করা হয়। গত ৩৬ বছরেও ব্রিজটি সংস্কার করা হয়নি। এসে রেলিং ও পাটাতন খুলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় ব্রিজটি। এ দিয়ে ২০২৩ সালের ১৪ আগস্ট দৈনিক যায়যায়দিন পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন সংবাদ প্রকাশ করা হয়। এর পর টনক নড়ে সংশ্লিষ্টদের। ফলে ুএদ্যাগ নিয়ে অবশেষে ভোগাই নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ২ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে ব্রিজের নীচের গার্ডারের ঢালাইয়ের কাজ করেছে। জয়েন্ট মেরামত করা হয়েছে। রোলার বিয়ারিং পেস্নট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হাইড্রোলেক প্রযুক্তির মাধ্যমে ব্রীজটি উঁচুকরে ৪টি রোলার বিয়ারিং পেস্নটসহ অপসারণ করে ৪টি নতুন রোলার বিয়ারিং পেস্নট প্রতিস্থাপন করেছে। এ রোলার বিয়ারিং বিদেশ থেকে আনা হয়। সংস্কার কাজ শেষে সোমবার সকালে জনগন ও যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা হয়েছে। সংস্কারের কাজটি করে ইপিক বিল্ডার্স ঢাকা নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান। বাস্তবায়নে সড়ক বিভাগ শেরপুর।
নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী রুহুল আমীন খান বলেন, ব্রিজের রোলার বিয়ারিং প্রতিস্থাপনের কাজটি জটিল। টানা দিন-রাত কাজ করে জয়েন্ট মেরামত ও রোলার বিয়ারিং পেস্নটসহ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে যানবাহন চলাচলের উপযোগী হয়েছে।