বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময়

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময়

খাগড়াছড়িতে পাহাড় কাটা বন্ধসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি নিয়মিত মামলা করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে জেলা সদর, দীঘিনালা, রামগড়, মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে পাহাড় কাটা হয়। পাহাড় কাটার পাশাপাশি জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো বন্ধে বন বিভাগ্থকে অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়। বন ধ্বংস ও অবাধে বন্যপ্রাণী শিকারের কারণে মায়া হরিণ, ধনেশসহ বনের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে।

সভায় জীববৈচিত্র্য রক্ষায় অভিযান জোরদার করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মলিস্নক প্রমুখ উপস্থিত ছিলেন।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে