বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, গ্রামীন নারীদের জীবন ও জীবিকা সম্পর্কিত তথ্য, পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে সচেতনতা, বিভিন্ন ভাতা সংক্রান্ত তথ্য, তথ্য প্রযুক্তি ব্যবহার ও অপব্যবহার সর্ম্পকে সচেতনতা এবং সমাজে পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করতে টাঙ্গাইলের ধনবাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ধনবাড়ী উপজেলা তথ্য আপা'র আয়োজনে গত রোববার বিকেলে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বক্তারপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. আবু সাঈদ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনার অতিরিক্ত দায়িত্বরত কর্মকর্তা ডা. হোসাইন মোহাম্মদ আল ইমরান, নারী প্রতিনিধি নাছিমা আক্তার, তথ্য সেবা সহকারী রেশমা আক্তার ও রিনা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন।