বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পস্নাস্টিকের ৩টি খালি বোতল জমা দিলেই মিলছে একটি চারা উপহার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পস্নাস্টিকের ৩টি খালি বোতল জমা দিলেই মিলছে একটি চারা উপহার

'তিনটি খালি পস্নাস্টিক বোতল স্টলে জমা দিন, একটি ফলের চারা গাছ উপহার নিন' এই শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ বাঁচাতে ও পরিচ্ছন্ন শহর গড়তে তারুণ্যের উৎসবে ভিন্নধর্মী এক কর্মসূচি শুরু করেছে বিডি ক্লিন কালীগঞ্জ উপজেলা শাখা। সোমবার সকাল থেকে দিনব্যাপী এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে এক কর্মসূচি গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালীগঞ্জ।

বিডি ক্লিনের সদস্যরা পস্নাস্টিক সামগ্রীর কারণে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই বিপর্যয় রোধে বৃক্ষরোপণের উপযোগিতা তুলে ধরেন তারা। পরে শিক্ষার্থীদের কাছ থেকে পস্নাস্টিক বোতল জমা নিয়ে উপযুক্তস্থানে রোপণের শর্তে গাছের চারা বিতরণ করেন।

এদিকে সংগঠনটির এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং ৩টি খালি পস্নাস্টিকের বোতল জমা দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ফল গাছের চারা নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

শিক্ষার্থীরা জানায়, বাড়িতে জমা পস্নাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলে না দিয়ে তারা জমিয়ে রেখেছিল এবং এর মাধ্যমে বাড়ির আঙিনায় রোপণের জন্য এখন গাছের চারা সংগ্রহ করছে তারা।

বিডি ক্লিন কালীগঞ্জ শাখার সমন্বয়ক মিনহাজুল ইসলাম বলেন, ব্যবহারের পর মানুষ খালি পস্নাস্টিক বোতল যত্রতত্র ছুঁড়ে ফেলে দেন। সেই বোতলগুলো জমির উর্বরতা নষ্ট করে। মাটির নীচে গাছের শিকড় বিস্তার বাধা দেয়। শত শত বছরেও সেগুলো পচে না। একইভাবে সেগুলো ড্রেনে জমে জলাবদ্ধতার কারণ হয়। তারুণ্যের উৎসবে আজকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা যা শিখেছে, পরিবেশ রক্ষায় তারা যদি সেগুলো প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে তাহলেই আমাদের সার্থকতা।

এদিকে, তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্ যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও নারী উদ্যোক্তাদের কারুশিল্প মেলা, যুব সমাবেশ ও আলোচনা সভা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল খেলা, পিঠা উৎসব, বই মেলা, আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

ইউএনও ছাড়াও কর্মসূচিতে এসিল্যান্ড নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে