গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তিন সদস্যের আহ্বায়ক কমিটি আহ্বায়ক সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক মিলন।
এর আগে গত রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
\হনতুন কমিটি ঘোষনা হওয়ার পর থেকে তাদের স্বাগত জানিয়ে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।