ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার ভোরে উপজেলার এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে এবং মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ভোররাতে পিকআপযোগে ঢাকার দিকে আসছিলেন বাচ্চু ও মানিক। পিকাপটি মুন্সিবাজার নামক স্থানে আসলে এ সময় অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। হাইওয়ে পুলিশ মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃতু্য হয়। শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই জনের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের বাড়ি সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর মোলস্না পাড়া গ্রামে। তিনি মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃতু্য হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।