বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সুজানগরে আটক আ'লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুজানগরে আটক আ'লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তারের পর এলাকাবাসী ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সুজানগর ভায়না ইউনিয়নের মথুরা পুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ থেকে নামাজ শেষে বের হলে, পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের কাছ থেকে এলাকাবাসী তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একাধিক পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা, এসআই আবুল বাশার, আজাহার হোসেন, কনেস্টেবল কোরবান আলী, শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাসমত আলী খান, বিএনপির কর্মী হৃদয়, জিসান, রিপন সরদার,কালু, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ। হাসমত আলী খানকে বেধড়ক কুপিয়ে জখম করা হয়েছে।

তাকে সুজানগর হাসপাতাল ও পরে পাবনা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ১৬ জনকে আটক করা হয় বলে জানান, সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে