বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইন্দুরকানী উপজেলার জিয়ানগর পুনর্বহালের জন্য জনমত জরিপ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইন্দুরকানী উপজেলার জিয়ানগর পুনর্বহালের জন্য জনমত জরিপ

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানের জনমত জরিপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বালিপাড়া, পাড়ের হাটের টগরা কামিল মাদ্রাসা, উপজেলা পরিষদ হলরুম ও উপজেলা ভূমি অফিসে এ জনমত জরিপ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মাদ আলী, বিএনপি ও জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপজেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত থেকে জনমত জরিপে স্বাক্ষর করেন।

উলেস্নখ্য, ২০০২ সালের ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আলস্নামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র তিনটি ইউনিয়ন নিয়ে 'জিয়ানগর' উপজেলা গঠিত হয়। আলস্নামা সাঈদীর আমন্ত্রণে জিয়ানগর উপজেলার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২০০২ সালে উপজেলা উদ্বোধনের পর থেকে ২০০৬ সালে আলস্নামা সাঈদীর সংসদ সদস্যের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে জিয়ানগর উপজেলার সকল অবকাঠামোগত উন্নয়ন তার হাত ধরেই সম্পন্ন হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়ানগর উপজেলার সব উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১৭ সালে উপজেলার নাম পরিবর্তন করে 'ইন্দুরকানী' রাখা হয়। তবে ২০১৭ সাল থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সরকারি নথিপত্রে উপজেলার নাম ইন্দুরকানী থাকলেও এলাকাবাসী শুরু থেকেই এই উপজেলাকে জিয়ানগর নামেই ডাকতেন।

জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে মাসুদ সাঈদী সাক্ষাৎ করেন এবং জিয়ানগর উপজেলাবাসীর পক্ষে তিন হাজারের অধিক মানুষের স্বাক্ষরসংবলিত নাম পুনর্বহালের আবেদন করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই জনমত জরিপ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর প্রত্যাশা, অচিরেই উপজেলার নাম পুনরায় 'জিয়ানগর' করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে