বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
ভাগ্য বদলাবে উপজেলাবাসীর

গাবতলীতে নির্মিত হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কৃষিফার্ম ও হিমাগার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাবতলীতে নির্মিত হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কৃষিফার্ম ও হিমাগার

দীর্ঘ ১৭বছর বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসা বগুড়া গাবতলীবাসী। দীর্ঘ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি বলে মনে করেন গাবতলীর মানুষ। তবে এখন গাবতলীবাসীর ভাগ্যের দ্বার খুলতে বড় বড় প্রজেক্ট গ্রহন করছে করা হচ্ছে। যেটা ব্যাস্তবায়ন হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এবং এলাকার কৃষি বিপস্নব ঘটবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। যা বেকার সমস্যা সমাধানের পাশাপাশি গাবতলীবাসীর ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতায় বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের হাপানিয়া গ্রামে প্রায় ৫'শ একর জায়গার উপর গড়ে উঠতে যাচ্ছে উত্তরবঙ্গের সর্বোবৃহৎ আলু বীজ উৎপাদন খামার ও হিমাগার (কৃষিফার্ম)। এখানে শুধু আলু বীজ নয় অন্যান্য ফসল ও বীজ উৎপাদন করে কৃষকদের ভাগ্য বদলে দেওয়া হবে। যে নির্মাণ কাজ করতে ব্যয় হবে কয়েক'শ কোটি টাকা। এই বীজ উৎপাদন খামার ও হিমাগার স্থাপনের ফলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এলাকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। শুধু তাই নয় এলাকার রাস্তাঘাট, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নয়ন, কৃষকের উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রির সুবিধা পাবে। সর্বোপরি এই প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার কৃষক ও বেকার যুবকদের ভাগ্য বদলে দিতে অনেকটাই ভূমিকা রাখবে। এরজন্য জায়গাটি প্রাথমিকভাবে সমীক্ষা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সরকারীভাবে জায়গা একয়োরের মাধ্যমে আগামী ১বছরের মধ্যে কাজ শুরু করা হবে।

এ জন্য গত ২৬ জানুয়ারী বিএডিসি'র প্রধান নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, প্রধান পরিকল্পনা ফেরদৌস রহমান, ডিভাইন ইঞ্জিনিয়াস্‌ লি. এর টিম লিডার ড. মনারুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী সিভিল ইদ্রিস আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার কৃষকরা জমি দিয়ে সহযোগিতা করলে এখানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি কৃষিফার্ম এবং একটি হিমাগার নির্মাণ করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আসাদুজ্জামান আছাদ, সমাজসেবক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে বিএডিসি'র প্রধান নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, উন্নয়নে পিছিয়ে থাকা গাবতলীবাসীর ভাগ্য বদলাতে উত্তরবঙ্গের সর্বোবৃহৎ আলু বীজ উৎপাদন খামার ও হিমাগার নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে