বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রংপুর প্রেস ক্লাবে বে-আইনী হস্তক্ষেপ ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ

রংপুর প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রংপুর প্রেস ক্লাবে বে-আইনী হস্তক্ষেপ ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ

প্রেসক্লাবে সমাজসেবা অধিদপ্তরের বে-আইনী হস্তক্ষেপ ও মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরের পেশাদার সাংবাদিকরা ফুঁসে উঠেছেন। সোমবার সাংবাদিক সমাজের ব্যানারে স্থানীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাংবাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে প্রেস ক্লাবে নির্বাচিত কমিটিকে জানানো হয়। এর আগে সমাজসেবা কর্তৃক ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়।

তাদের দাবি, পেছনের দরজার তালা ভেঙে অন্যায়ভাবে প্রেস ক্লাবে ঢুকে প্রশাসক বসানো হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও নির্বাচিত কমিটির হাতে প্রেস ক্লাব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক আরিফুল হক রুজু, মেরিনা লাভলী, জয়নাল আবেদীন, বিএনপির লিটন পারভেজ, মিলন, প্রেস ক্লাব দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে