বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে
মিয়ানমারে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত এক সপ্তাহে পর পর তিনবার মাইন বিস্ফোরনে ৪ জন আহত হয়েছে এবং হাতপস বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১টার দিকে মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখায় সেখানকার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে আবারও এ দুর্ঘটনা ঘটে। আহত তরিক উদ্দিন (১৮) রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের মহিষকুম গ্রামের আহমদ রশিদ ছেলে।
স্থানীয়রা জানান, তরিক উদ্দিনসহ আরও অনেকের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে।
তারা সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে সীমান্ত পয়েন্ট পার হয়ে যাওয়ার সময় বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি ইাউএনও মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছেন। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছে।