ডাকাত, ছিনতাইকারী ও প্রতিপক্ষের হাতে ব্যবসায়ীসহ তিনজন খুন হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী, ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের আঘাতে রাজমিস্ত্রী ও ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইকারীর হাতে শিশু চালক খুন হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ প্রতিনিধি জানান, ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্সে মালিক বিএনপি নেতা মহসিন মিয়া (৩৮)। তিনি জেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে। সোমবার সকালে মহসিন মিয়ার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এর আগে রোববার দিবাগত মধ্যরাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার ঘটনা ঘটে। এ হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি দিলীপ কান্ত নাথ জানান- বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঝালকাঠি ও রাজাপুর প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রম্নতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শক্রতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কি কারণে রাজমিস্ত্রীকে হত্যা করেছে তা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় মো. রিফাত (১২) নামের এক শিশু চালককে গলা কেটে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের ৬দিন পর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামের একটি সরিষা ক্ষেতের মাঝখান থেকে মাটি খুড়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মফিজুল ইসলামের ছোট ছেলে। সে কাতলসার শহিদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি নিজের খরচ জোগাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালাত। এ ঘটনায় থানা পুলিশ মো. মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রিফাত গত ২৭ জানুয়ারি বিকালে ভ্যানগাড়ি নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত রোববার রাতে উপজেলার জয়রামপুর এলাকার মো. শাহেদের ছেলে মিরাজকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার নরকোনা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে মাটি খুড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে রিফাতকে একটি ধানের মিলের খলায় নিয়ে গলাকেটে হত্যা করে অটোভ্যানগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া চলমান আছে। ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।