বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

'জনগণের স্বার্থের বাইরে কারো স্বার্থ দেখব না'

ফরিদপুর প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'জনগণের স্বার্থের বাইরে কারো স্বার্থ দেখব না'
ফরিদপুরের শহর রক্ষা বাঁধ ও আশেপাশের পদ্মা নদীর চর এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোলস্না -যাযাদি

জাতীয়, স্থানীয় ও জনগনের স্বার্থের বাইরে কারো স্বার্থ আমরা দেখব না- বলে জানিয়েছেন ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল হাসান মোলস্না। তিনি বলেছেন, 'ফরিদপুর শহর রক্ষাবাঁধের পদ্মা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু কাটার ফলে জাতীয় ও স্থানীয় সব রকম স্বার্থ এখানে ক্ষুন্ন হচ্ছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের বস্নক ফেলে বাঁধ দেওয়া হয়েছে, এই বালু কাটার ফলে আমরা দেখলাম এই শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। আজ থেকে এই এলাকায় আর কোন বালু, মাটি কাটা কর্মকান্ড চলবে না। যদি এই কাজে কেউ জড়িত হন, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

গত রোববার ফরিদপুরে শহর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে ভরাট বালু কাটার অভিযোগে সরেজমিনে জেলার শীর্ষপদের কর্মকর্তারা শহরের ধলার মোড় ও আশেপাশের পদ্মা নদীর চর এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ হোসেন, কৃষি বিভাগের উপ পরিচালক শাহিদুজ্জামানসহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে