বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

লামায় ফের ৭ শ্রমিক অপহরণ মুক্তিপণ দাবি

বান্দরবান প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লামায় ফের ৭ শ্রমিক অপহরণ মুক্তিপণ দাবি

বান্দরবানের লামায় ফের ৭ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত শ্রমিকদের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং নামক এলাকার আমবাগানে এ ঘটনা ঘটে। তবে শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এদিকে অপহৃত শ্রমিকদের পরিবারের বরাত দিয়ে সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী জানান, অপহৃত শ্রমিকদের ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান এলাকায় জনৈক এক সওদাগরের অধীনে কাঠ কাটার কাজে নিয়োজিত ছিলেন শ্রমিকরা। শনিবার দিবাগত গভীর রাতে ৫ থেকে ৭ জনের দুর্বৃত্ত দল শ্রমিকদের বাসায় হানা দিয়ে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

এদিকে খবর পেয়ে অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনীর সদস্যরা সকাল থেকে ওই এলাকায় অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে