নবীনবরণ অনুষ্ঠিত
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর মহিলা কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার চিরিরবন্দর মহিলা কলেজে সভাপতি প্রভাষক মেজবাহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর খানসামা আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু,সাবেক বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ডিমলা প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের্ যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় ডিমলা প্রেস ক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিক উল ইসলাম লেমন, আজীবন সদস্য সরদার ফজলুল হক,সহ সহসভাপতি আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সোহাগ, সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
প্রসঙ্গত নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালিন সাংবাদিক নুর কুতুবুল আলম চৌধুরী (এনকে আলম চৌধুরী) ১৯৮৫ সালে ডিমলা প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন।
স্মরণ সভা অনুষ্ঠিত
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে টংক আন্দোলনের প্রত্যক্ষদর্শী, স্বৈরাচার বিরোধী, কারা নির্যাতিত নেতা ও মণি সিংহ উদযাপন কমিটির সাবেক আহ্বায়ক দূর্গাপ্রসাদ তেওয়ারীর প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে এ স্মরণ সভা হয়। সভায় উপজেলা সিপিবি'র সভাপতি ও মেলা উদযাপন কমিটির সমন্বয়ক আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে এবং উপজেলা সিপিবি'র সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন কমিটির সদস্য রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সিপিবি'র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মেলা উদযাপন কমিটির নেতা রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিলস্নাহ, মেলা কমিটির নেতা মানেশ চন্দ্র সাহা প্রমুখ।
প্রেস ক্লাবের সভা
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ পরিষদের এক সভা ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত ও জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য আব্দুল হান্নান আকন্দ, রবিউল হাসান বিপস্নব ও অজয় চাকী প্রমুখ।
সমন্বয় কমিটির সভা
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অহয়। ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার উসমান গণি এতে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন, আড়াইবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, সাহেদল ইউনিয়ন র চেয়ারম্যান ফিরোজ আলম প্রমুখ।
কৃষক সমাবেশ
ম কাহারোল (উপজেলা) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তারগাঁও ইউনিয়নের বুলিয়া বাজারের মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ হয়। সমাবেশে তারগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের ১নং সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু। উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মো. মাঈনউদ্দীন, জাতীয়াবাদী কৃষকদলের জেলা যগ্ম আহবায়ক লাইছুর রহমান লিপু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
সারা বাংলা ৮৮ এসএসসি ব্যাচের মুন্সীগঞ্জ জেলা প্যানেলের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিভিন্ন জেলায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্যানেল, মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে দুইদিন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসহায় ও ভারসাম্যহীন এবং ছিন্নমূল মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মহসিন দেওয়ান লিটন, উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক আলী আহাম্মদ চৌধুরী, সমাজ সেবক গোলাম মোস্তফাসহ মালখানগর চৌরাস্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রতন শেখ, তালতলা বাজার বণিক সমিতির সদস্য বাদল মোলস্না প্রমুখ।
পরিচিতি সভা
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে চৌধুরী টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা শনিবার সন্ধ্যায় মার্কেটের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে। কমিটির নব-নির্বাটিত সভাপতি রুহুল আলম শান্ত বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন চৌধুরী টাওয়ার এসি মার্কেটের মালিক সাবেক এমপি শওকত চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ।
প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় নাইজেরিয়া বনাম প্রতিকী বাংলাদেশ অংশ গ্রহণ করে। খেলাটিতে ৩-২ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে বাংলাদেশ
জয়ী হয়। শনিবার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়ার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সমাজসেবক আজাহার আলী, হুদা মোটরসের স্বত্বাধিকারী নাজমুল হুদা প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মানপত্র পাঠ, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোলস্না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, মানিকগঞ্জ জাতীয় পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, উপজেলা কমিশনার (ভুমি) এসএম ফয়েজ উদ্দিন, শিক্ষা অফিসার আবুল খায়ের, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দিন প্রমুখ।
রোগমুক্তি কামনা
ম টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহির কাজীরের উদ্যাগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং ৫শ' লোকের তোবারক বিতরণ জহির কাজীর নিজ বাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান আশিক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের জয়েন সেক্রেটারি সোলেমান মাদবর, বেতকা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইউসুফ সিকদার, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মলিস্নক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মলিস্নক প্রমুখ।
মাঠ পরিদর্শন
ম সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশকে ঘিরে বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। আগামী ৪জানুয়ারী মঙ্গলবার সোনাগাজী ছাবের মো. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলার ৫নং বিনোদপুর ইউনিয়নে সুবিধা বঞ্চিত নারীদের কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার।
এ সময় তিনি পিছিয়ে পড়া নারীদের জন্য নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের এসব কর্মকান্ডে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মৌমিতা পাল, হ্যালো উইমেনের সভাপতি নাছিমা মুন্নী, নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক ফৌজিয়া নাজনীন ও সদস্য রাহনুমা নাজনীন।
পিঠা উৎসব
ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের চারিগাতি শাহিদুর রহমান মডেল হাই স্কুলে রোববার শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধবন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব। এ উপলক্ষে স্কুল করিডোরে পাঁচটি পিঠা স্টল ও একটি ফুলের রাজ্য স্টল স্থান পায়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়েল সভাপতি শাহিদুর রহমান সভায় বক্তব্য রাখেন।
ব্যবসায়ী সমিতি
ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার লাকসাম রেলওয়ে জংশন বাজার ব?্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এ নির্বাচনে সভাপতি পদে মোস্তফা কামাল ১৮৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে বিলস্নাল হোসেন ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৩ জন। এরমধ্যে আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মিজানুর রহমানের সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬৬ জন। এরমধ্যে ৩৫৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
ইউএনও'র যোগদান
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লখাই উপজেলার নবাগত ইউএনও হিসাবে যোগদান করছেন অনুপম দাশ। গত শনিবার তিনি লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বিদায়ী ইউএনও নাহিদা সুলতানার বদলী জনিত কারণে লাখাইর ইউএনও হিসাবে স্থালাভিষিক্ত হন। এর আগে তিনি নবীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা নবাগত ইউএনও অনুপম দাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে উপজেলা কার্যালয়ের যাবতীয় কার্যক্রম ও দায়িত্ব বুঝিয়ে দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত শনিবার জেলার কালাই সরকারি ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। বিকেল ৫টা পর্যন্ত দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র।
আয়োজকরা জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এক হাজারের অধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ রক্তের গ্রম্নপ নির্ণয় করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেছেন তারা হলেন-
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আসাদুজ্জামান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আক্তার (লীনা), জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. জুবাইর মো. আল ফয়সাল, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. শাহীন রেজা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শামীমা সুলতানা, গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বিপাশা রাজিব, মেরুদন্ড, হারজোড় ও বাতব্যথা বিশেষজ্ঞ এবং সার্জন ডা. আশিক আহমেদ জেবাল (বাপ্পী), হৃদরোগ বিশেষজ্ঞ শাহরিয়ার পার্থ, ডায়াবেটিস ও হরমন বিশেষজ্ঞ জাকারিয়া জালাল এবং কালাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ নাজনিন ডেইজি।
বইমেলা-পিঠা উৎসব
ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় ইউএনও নাজনীন সুলতানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরাইয়া, উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী জুবায়ের হোসেন, আরডিও মনিরুজ্জামান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম স্বপন প্রমুখ।