বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপহার পেলেন কুষ্টিয়ার তিন সাংবাদিক

কুষ্টিয়া সদর প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপহার পেলেন কুষ্টিয়ার তিন সাংবাদিক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপহার পেয়েছেন কুষ্টিয়ার চারজন সাংবাদিক। ওই চার সাংবাদিক হলেন- কুষ্টিয়া জেলার সাংবাদিক গেস্নাবাল টেলিভিশন এবং দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি সামিউল আজিম সনি ও সাংবাদিক শরিফ, মাহাফুজ এবং অনিক। গত বৃহস্পতিবার ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভু্যত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিকদের কল্যাণে অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ করা হয়।

উলেস্নখ্য, অনুদান প্রদান অনুষ্ঠানে ৪৬৩ জন সাংবাদিক পরিবারের মাঝে মোট এক কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ১২৭ জন সাংবাদিক ও মৃতু্যবরণকারী সাংবাদিক পরিবারকে দেয়া হয় মোট ৮৯ লাখ টাকা। এর পাশাপাশি ৩০৫ জন সাংবাদিকের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তিবাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভু্যত্থানে শহীদ পাঁচজন সাংবাদিক পরিবারকে দু' লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং গণঅভু্যত্থানে আহত ২৬ জন সাংবাদিককে এক লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

এর মধ্যে কুষ্টিয়া জেলার ৪ জন গণমাধ্যম কর্মীকে জনপ্রতি এক লাখ করে মোট ৪ লাখ টাকা উপহার সম্মানি দেওয়া হয়।

তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সাংবাদিক গেস্নাবাল টেলিভিশন এবং দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি সামিউল আজিম সনি, দৈনিক সত্য খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজ উর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে